সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

গোপালগঞ্জে এনপিএসের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২০ বার পঠিত

গোপালগঞ্জে এনপিএসের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সদস্যগন র‍্যালিও পথসভা শেষে গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে উপস্থিত হন। সার্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে সংস্থার ব্যানারে তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান টি আয়োজন করেন গোপালগঞ্জ ন্যাশনাল প্রেস সোসাইটি জেলা কমিটি। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা ও নেতৃত্বে ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার।
সার্বিক সহযোগিতায় ছিলেন প্রচার সম্পাদক রাতুল আহম্মেদ, বিশেষ ভূমিকায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাফুজ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীয়া বিষয় সম্পাদক তুহিন মোল্লা, জিএমএস সংবাদ এর সম্পাদক রিকি শেখ,শিশু ও নারী বিষয়ক সম্পাদক মোসাম্মাত রাবেয়া খানম,মহিলা বিষয়ক সম্পাদক হাবিবা আক্তার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুস সাকিব পলক,কার্যকরী সদস্য হৃদয় আহম্মেদ, টুঙ্গিপাড়া উপজেলা কমিটির প্রচার সম্পাদক মহন গাইন,দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ এর জেলা প্রতিনিধি সবুজ মোল্লা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
আলোচনা সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র সরকার তার বক্তব্যে দাবি জানিয়ে বলেন,সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
সবার জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
অন্যায়ের প্রতিবাদে মানব কল্যানে ভূমিকা রাখতে সরকারের পহ্ম থেকে সর্বদা আইনী সহায়তা প্রদান করতে হবে।সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক মাফুজ ও একই দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেন।
সর্বশেষ অনুষ্ঠান টি গোপালগঞ্জ সদর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় সুস্ঠু ও সফলভাবে সমাপ্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..