মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জের শারোদীয় উৎসব (দূর্গাপূজা):

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

গোপালগঞ্জের শারোদীয় উৎসব (দূর্গাপূজা):

লিটন বিশ্বাস(তন্ময়) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা।আজ এই অনুষ্ঠানের ছিল তৃতীয় দিন মহা অষ্টমী তিথী। সকাল থেকেই পূজা মন্ডবগুলোতে ছিল ভক্ত ও দর্শনার্থীদের বেশ আনাগোনা। মন্ডবে মন্ডবে দেবীর আরাধনা, পূষ্পাঞ্জলী,ধূপের ধোঁয়া,ঢাকের শব্দে চারিদিক মূখরিত হয়ে উঠে। এই দিনটিতে সনাতনীরা উপবাস ব্রত পালন করে পূষ্পাঞ্জলী প্রদানের মাধ্যমে মহাপ্রসাদ গ্রহন করে উক্ত দিনের উপাচার সমাপ্ত করে থাকেন।
এ বৎসর গোপালগঞ্জে গত বৎসরের তুলনায় প্রায় ৪২ টি পূজা মন্ডব বেড়েছে। গোপালগঞ্জের মধ্যে সদরে ৩৪০টি,কোটালীপাড়ায় ৩১৫টি,মুকসুদপুরে ২৯৮টি,কাশিয়ানীতে, ২৩৩এবং টুঙ্গীপাড়ায় ৯৪ টি পূজা মন্ডবে দূর্গা পূজার আয়োজন করা হয়।
কাসিয়ানী উপজেলার,মহেশপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উত্তর বাগিয়া পাগলা বাড়ি সর্বোজনীন দূর্গা মন্দিরে সুদীর্ঘ ২৫ বৎসর যাবৎ শারোদীয় দূর্গা পূজার আয়োজন করে আসছে।এ বৎসর এর ব্যতিক্রম ঘটেনি।পূজা উদযাপন কমিটির সভাপতি-হরে কৃষ্ন বিশ্বাস,সাধারন সম্পাদক-বিধান চন্দ্র সরকার, সহ সম্পাদক-প্রভাত চন্দ্র ব্যাপারীরর সাথে কথা বলে জানা যায় এখানে বেশ শান্তি পূর্ন পরিবেশের মধ্য দিয়ে তারা পূজা অর্চনা পরিচালনা করছেন।এখানে আইন শৃখলা যাতে বিঘ্নিত না সেজন্যে ৮ সদস্যের আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।৮ জন আনসার সদস্যের মধ্যে ১জন মহিলা সদস্য রয়েছে। আনসার সদস্য মো:শহিদ শেখ এবং মোস্যা:হোসেনে আরা জানান কাশিয়ানী থানা থেকে প্রতিদিন তাদের নিকট থেকে আপডেট নিচ্ছেন এবং মন্দির প্রাঙন সি.সি ক্যামেরার আওতা যুক্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..