গোদাগাড়ীতে শ্বাশড়ীর সেবা যত্ন করার উপহার স্বরুপ দশ হাজার টাকা প্রদান।
তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার অন্তর্গত গোদাগাড়ী উপজেলার ১ নং গোদাগাড়ী ইউপির ১ নং ওয়ার্ড আই হাই রাহীর মোড়ে মায়ের জমি জমা বন্টন নিয়ে দীর্ঘ দিনের সমস্যা সমাধান করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা স্পেশাল কমিটি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা স্পেশাল কমিটি উদ্দ্যেগে মৃত মায়ের রেখা যাওয়া সম্পত্তি ওয়ারিশদের মাঝে বন্টন করে দেন। বন্টনের সময় মো: তরিকুল ইসলামের স্ত্রী মোসা: ফাতেমা বেগম দীর্ঘ দিন ধরে শ্বাশড়ীর সেবা যত্ন করায় ওয়ারীশ গণের নিকট থেকে দশ হাজার টাকা আদায় করে। শ্বাশুড়িকে সেবা যত্ন করার জন্য উপহার স্বরুপ মোসা: ফাতেমা বেগম কে আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক, রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি, বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মানসুরুর রহমান দশ হাজার হাতে তুলে দেন। সে সময় উপস্থিত ছিলেন মো: শফিকুল ইসলাম । এতে মোসা: ফাতেমা বেগম অত্যান্ত খুশি ও আনন্দিত হয়।মো:মানসুরুর রহমান বলেন আমরা এই রকম একটি সুন্দর কাজ করে অত্যান্ত আনন্দিত। আমার জীবনের সকল কাজ গুলোর মধ্যে এই কাজ টি হলো শ্রেষ্ঠ। এবং আমার জানা মতে এই এলাকায় কোন পুত্র বধু এই রুপ উপহার পাই নি। আমি মনে করি প্রতিটি বাড়িতে যারা বধু আছেন তারা তাদের শ্বশুড় ও শ্বাশুড়ির সেবা যত্ন করুক। কারণ আপনারা যারা এখন বধু আছেন কয়েক দিন পর শ্বশুড় বা শ্বাশুড়ি হবেন এটা আমাদের সকলকে মনে রাখতে হবে।