গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দ্বীর্বাষিক নির্বাচনে, আকরাম সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান , মোঃ মুনছুর শেখ,
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জাকজমকপূর্ণ পরিবেশে শনিবার (২৪ ডিসেম্বর) ২০২২ ইং, গাজীপুর হাবিবুল্লাহ সরণি ইকবাল কুটির কার্যলয় এই দ্বীর্বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং সকল সদস্যদের উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে। গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের দ্বী,র্বাষীক নির্বাচনে। নির্বাচিত হন। মোঃ আকরাম হোসেন (৮২ ভোট) পেয়ে সভাপতি হন, ও মোঃ নজরুল ইসলাম আজাহার (৬৬ ভোট) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ জানে এ আলম পেয়েছে (৩৮ ভোট) ও মোঃ মেহেদী হাসান বিপ্লব বাদামী পেয়েছে (৪৬ ভোট)।
এ ছাড়া এই নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ কামাল হোসেন বাবুল পেয়েছে (১১৯ ভোট), সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম ( কাঞ্চন ) পেয়েছে (১০০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌফিক ইসলাম পেয়েছে (৭৫ ভোট), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা পেয়েছে (৮৩ ভোট), কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মান্নান পেয়েছে (১০৯ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান খান পেয়েছে (৭১ ভোট), দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা পেয়েছে (১০৩ ভোট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বৈরাগী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।
নির্বাহী সদস্য, ৭জন পাশ করেন এরা হলেন ১। মোঃ অলিদুর রহমান অলি পেয়েছে (১০৪ ভোট),২।জাহিদুর রহমান বকুল পেয়েছে (৯৩ ভোট),৩। শাহানাজ পাটোয়ারী পেয়েছে (৯৩ ভোট),৪ । এম এ ফিরোজ পেয়েছে (৮২ ভোট),৫। ফজলুল হক বাদল পেয়েছে (৮২ ভোট), ৬। মোঃ বেলায়েত হোসেন পেয়েছে (৭৭ ভোট) ৭। মোঃ দেলোয়ার হোসেন সিকদার পেয়েছে (৭৪ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন।
গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের এই দ্বীর্বাষিক নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- দৈনিক দেশ রূপান্তরের গাজীপুর প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম এবং কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে মোঃ বায়েজীদ হোসেন (দৈনিক যায়যায় দিন) ও মোঃ শফিকুল ইসলাম।