শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পৃর্ব থানার বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১৬২ বার পঠিত
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পৃর্ব থানার বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র আটক
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পুর্ব থানার বিষেশ অভিযানে নরসিংদী ও সিলেট অভিযান চালিয়ে ০৩ টি মোটরসাইকেল সহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ।
 ১। মোঃ বিল্লাল হোসেন(২৮), পিতা-কামরুজ্জামান, মাতা-মৃত নুরজাহান, সাং-পূর্ব মুনসেফেরচর, পুটিয়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদী ২। মোঃ রায়হান মিয়া(২০), পিতা-আঃ হাফিজ, মাতা-মিনারা বেগম, সাং-দীঘলবাগ, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এ/পি সাং-মিনা বাজার, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট ৩। শঙ্কর দাস সুমেল(৩৪), পিতা-মৃত ওমেশ দাস, মাতা-সনেতী রানী দাস, সাং-মিত্তিমহল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এ/পি সাং-উপশহর, শাহজালাল বিল্ডিং এর ৯ম তল, থানা-শাহ্পরান, এসএমপি, সিলেট  এবং ৪। বিজয় দেব(২৪), পিতা-জুতিষ দেব, মাতা-শিপ্রা রানী দাস, সাং-শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট।সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্য গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..