গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পৃর্ব থানার বিশেষ অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্র আটক
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পুর্ব থানার বিষেশ অভিযানে নরসিংদী ও সিলেট অভিযান চালিয়ে ০৩ টি মোটরসাইকেল সহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে টঙ্গী থানা পুলিশ।
১। মোঃ বিল্লাল হোসেন(২৮), পিতা-কামরুজ্জামান, মাতা-মৃত নুরজাহান, সাং-পূর্ব মুনসেফেরচর, পুটিয়া, থানা-শিবপুর, জেলা-নরসিংদী ২। মোঃ রায়হান মিয়া(২০), পিতা-আঃ হাফিজ, মাতা-মিনারা বেগম, সাং-দীঘলবাগ, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ এ/পি সাং-মিনা বাজার, থানা-কোতয়ালী, এসএমপি, সিলেট ৩। শঙ্কর দাস সুমেল(৩৪), পিতা-মৃত ওমেশ দাস, মাতা-সনেতী রানী দাস, সাং-মিত্তিমহল, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট এ/পি সাং-উপশহর, শাহজালাল বিল্ডিং এর ৯ম তল, থানা-শাহ্পরান, এসএমপি, সিলেট এবং ৪। বিজয় দেব(২৪), পিতা-জুতিষ দেব, মাতা-শিপ্রা রানী দাস, সাং-শিববাড়ী, থানা-দক্ষিণ সুরমা, এসএমপি, সিলেট।সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্য গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।