গাজীপুর মহানগর পুবাইল থানা, আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
গাজীপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মুনছুর শেখ
গাজীপুর মহানগর পুবাইল থানা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৬ ই নভেম্বর ২০২২ ইং রবিবার সকাল দশটায় পুবাইল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধক করেন এড্যা, আজমত উল্লাহ খান। সভাপতিত্ব করেন আজিজুর রহমান শিরিষ। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক, মোঃ জাহীদ আল মামুন। এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) মোঃ ফারুক খান এমপি প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।। মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি । বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মির্জা আজম এমপি। মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুস, ও সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হোসনা । মহিলা বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগ হোসনে আরা সিদ্দিকী জুলি । এবং দ্বিতীয় অধিবেশনে, নব নির্বাচিত দের নাম ঘোষণা করা হয়। এরা পুবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ। সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদ আল মামুন, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখঃ।