শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সামনে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ভবন নির্মাণে অনিয়ম। 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৫ বার পঠিত

গাজীপুর টঙ্গী পশ্চিম থানার সামনে নির্মাণ শ্রমিকের মৃত্যু, ভবন নির্মাণে অনিয়ম।

 

 

মোঃ মুনছুর শেখ গাজীপুর ব্যুরো প্রধান

 

গাজীপুরের টঙ্গীতে নির্মানাধীন বিল্ডিংয়ে ছাদের কাজ করার সময় রড মিস্ত্রি নজরুল ইসলাম (৫৫) মৃত্যু হয়েছে। মৃত নজরুল ইসলাম ময়মনসিংহ নেত্রকোনা জেলা সদর থানার সাতমারা গ্রামের মৃত-রোস্তম আলীর ছেলে। গতকাল সোমবার বিকেলে টঙ্গী পশ্চিম থানার সামনে হায়দার মোল্লার নির্মানাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঐ ভবনের দোতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও সহকর্মীরা চিকিৎসার জন্য ইম্পেরিয়াল হাসপাতাল নিয়ে যায়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা মেডিকেলে চিকিৎসারত অবস্থায় রাত প্রায় ১ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শাহবাগ থানার এস আই জব্বার খবরপত্র কে জানান মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে , লাশ স্বজনদের নিকট বুঝিয়ে দেন। এ বিষয়ে ভবনমালিক হায়দার আলী সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, নিহত পরিবারের সঙ্গে কিছু লেনদেন হয়েছে তাদের কোনো অভিযোগ নাই। অপরদিকে খোঁজ নিয়ে জানা যায় ভবন নির্মাণে নির্দিষ্ট কোন অনুমোদন ছাড়াই কাজ চলমান রেখেছেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..