গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন নুরুজ্জামান শেখ
গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের ২০২২-২৩ সালের নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন নিলেন তরুণ প্রজন্মের সাংবাদিক মোঃ নুরুজ্জামান শেখ।১৮ ই সেপ্টেম্বর ২০২২ রবিবার বেলা বারটার দিকে গাজীপুর মেট্রো থানা রোড গাজীপুর জেলা রিপোর্টাস এর প্রদান কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মোঃ নুরুজ্জামান শেখ ২০২১-২২ সালের গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদকের দায়িক্ত পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনে নিজেকে যুক্ত করে রেখেছেন তৃণমূল জনসংগঠণ টঙ্গী থানা ৫৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন,
বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল টঙ্গী থানা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন নিষ্ঠার সহিত।
মোঃ নুরুজ্জামান শেখ বলেন, ক্লাবের সকলের সাথে আলোচনা করে শেষ পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। মনোনয়ন বোর্ড , যে সিদ্ধান্ত নিবে আমি সেটা মেনে নিয়েই ক্লাবের সদস্যদের কল্যাণে কাজ করবো।
নির্বাচন কমিশনের কাছে ২০এ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিন। ৮ই অক্টোবর ২০২২ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।