গাজীপুরে হিরন মাস্টার এর বিরুদ্ধে জোরপূর্বক সম্পদের দখলের অভিযোগ ও মানববন্ধন।
গাজীপুর জেলা প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অসহায় নয় বোনের আকুল আবেদন অসহায় বোনের গ্রামের বাড়ি গাজীপুর জেলার, কাপাসিয়া থানার আমরাই গ্রাম।নয় বোনের মধ্যে এক বোন সাবিনা বলেন আমরা আজকের ঢাকা প্রেসক্লাব এর সামনে মানববন্ধন করতে এসেছি। দীর্ঘদিন ধরে আমাদের উপর অন্যায় অত্যাচার এবং আমাদের পৈতৃক সম্পত্তির জোর পূর্বক দখল করে আছে-হিরন মাস্টার, সৌরভ মোল্লা,গাজীপুর জেলার ফাইজউদ্দিন ও মোঃ শরীফ সহ তাদের বাহিনী। ছোটকাল থেকে আমরা মা হারা আমাদের কোন ভাই নেই, আমাদের নয় বোনের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমরা অভাব অনটনের মধ্যে খেয়ে না খেয়ে জীবনযাপন করেছি আমরা আমাদের পৈতৃক সম্পত্তি ফেরত চাইলে উল্লেখিত নামের লোকজন আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। এমত অবস্থায় আমরা কোন উপায় অন্তর না পেয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ দায়ের করি এবং স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ দায়ের করিলে তারা গত চার মাস যাবত আমাদেরকে শুধু ঘুরায়। তাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের আকুল আবেদন আমরা আমাদের নিরাপত্তা সহ পৈতৃক সম্পত্তি ফেরত চাই।