মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুরে পারিবারিক কলহের জেরে রুজিনা আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশন ২৬নং ওয়ার্ড, শহীদ নিয়ামত সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। রুজিনা আক্তার ময়মনসিংহের নান্দাইল উপজেলার লোহিতপুর গ্রামের মৃত সামাদ সরকারের কন্যা ও মো: সেলিম মিয়ার স্ত্রী। স্বামী মো: সেলিম মিয়া কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা ও জেলার মো: আইনউদ্দিনের পুত্র।
নিহতের ভাতিজা মো: সোহেল মিয়া জানান, গত ২ বছর পূর্বে কিশোরগঞ্জের মো: আইনউদ্দিনের পুত্র অটোচালক মো: সেলিমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রুজিনা। তারা দুজনেই পূর্বেই একটি করে বিয়ে করেছিলেন। নিহত রুজিনা গাজীপুরের ডিবিবিএল গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করতেন। তবে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ লেগে থাকত। গতদিনও তাদের মাঝে ঝগড়া বিবাদ হলে স্থানীয়রা মিমাংসার চেষ্ঠা করেন। সকালে উঠে দেখা যায় রুমের বাহিরে তালা দেয়া এবং ভিতরে ফ্যান চলছে। পরে কেয়ার কেটার ফারুক, সোহেল মিয়া স্থানীয়দের সহায়তা নিয়ে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুজিনাকে মৃত দেখতে পায়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সাখাওয়াত হোসেন কেরামত জানান, গতকাল ঝগড়া বিবাদের কথা শুনে সাময়িকভাবে স্বামী-স্ত্রীকে আপাতত আলাদা থাকার জন্য বলা হয়। পরে সকালে সবাই ডেকে আনলে মহিলা মৃত অবস্থায় দেখতে পাই।
খবর পেয়ে ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, পিবিআই ও সদর মেট্রো থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাতের কোন একসময় সেলিম তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পলাতক রয়েছেন বলে ধারণা করেছ পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো: জাকির হাসান বলেন, ধারণা করে হচ্ছে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে আছেন স্বামী। পলাতক স্বামীকে গ্রেফতারে চেষ্ঠা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..