গাজীপুরে সিডিসি টাউন ফেডারেশন এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার (৩নং জোনাল অফিস) হলরুমে ১৫ই সেপ্টেম্বর সকাল ১২.০০ ঘটিকায় সময় গাজীপুর মহানগর সিডিসি টাউন ফেডারেশন এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাজীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর সিডিসি টাউন ফেডারেশন এর নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম এ বারী, সিটি কর্পোরেশনের সচিব মোস্তাফিজুর রহমান, নির্বাচিত সভাপতি রিনা আক্তার,সাধারণ সম্পাদক শাহিদা বেগম, ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির হোসেন ও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ এবং এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরগন সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৪০ হাজার পরিবারের অভিভাবক আপনারা আপনাদের উপর নির্ভর করবে আগামী দিনের তাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।