বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ সাইফুল ইসলাম মোল্লা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মুন্সীগঞ্জ প্রেসক্লাব।
এসময় তারা গণমাধ্যম সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

রোববার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবেের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী
প্রমুখ।

মানববন্ধনে তারা বলেন, সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..