মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর ইছামতীর বিলে পানিতে পড়ে ১১ই জুলাই মোঃ আরাফাত মাহমুদ সিয়াম (১৬) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১১.৩০ঘটিকায় গাজীপুরের পৃবাইলে ইছামতীর বিলে এ ঘটনাটি ঘটে।
মোঃ আরাফাত মাহমুদ সিয়াম গাজীপুর মহানগর ৪৬নং ওয়ার্ড নোয়াগাও এলাকার গ্রামের সাদেকুর রহমানের ছেলে ।
এলাকাবাসী ও আত্মীয়রা জানান, বন্ধুদের নিয়ে আজ ১১/১১.৩০ ঘটিকার দিকে গাজীপুরের পৃবাইল ইছামতীর বিলে গোসল করতে যায়। সেই বিল পাড়ে সিয়াম সহ আরো তিন চারজন বন্ধু ছিলো। এ সময় দুইজন সাঁতার না জানায় বিলের পাড়ে গোসল করতে নামতে গেলে অসাবধানতাবশত বিলে পড়ে যায়। পরে একজনের হাত দেখে তাকে উদ্ধার করে পরে সিয়ামের কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের বিষয়টি বলে। তখন এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি নেমে তার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, মোঃ আরাফাত মাহমুদ সিয়াম টঙ্গী সৈলারগাতী চেরাগআলী দারুল উলুম মাদ্রাসার ছাত্র।