গাজীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় মাজম আলী মোড়ে শান্তা ইসলাম (২০) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ওই এলাকার নুর ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শান্তা ইসলাম নেত্রকোনা
জেলার পূর্বধলা থানার সাহবাজপুর গ্রামের আলম মিয়ার মেয়ে ছোট থেকেই টঙ্গী কো- অপারেটিভ ব্যাংক মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন,গত ২ মাস আগে পারিবারিক ভাবে শ্রীপুর থানার এমসি বাজার এলাকায় রফিকুল ইসলামের ছেলে নাঈম ইসলামের সাথে বিয়ে হয়।
পুলিশ ও স্বজনরা জানান, শান্তার ছোট ভাই বাবার পালিত একটি পোষা পাখি ছেড়ে দেওয়ার কারণে ছেলেকে মারধর করে বাবা। বাধা দিতে গেলে শান্তাকেও থাপ্পর দেয় বাবা। পরে বাবার সাথে অভিমান করে কাউকে কিছু না বলে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।