রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরে গাছা থানায় জমিজমা লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে দিল সন্তান।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১৫৪ বার পঠিত
গাজীপুরে গাছা থানায় জমিজমা লিখে নিয়ে মাকে রাস্তায় ফেলে দিল সন্তান।
ষ্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার গাছা মেট্রোথানা এলাকায় ৩৭ নং ওয়ার্ডে বৃদ্ধ মায়ের কাছ থেকে প্রায় ১৫ বিঘা জমিজমা লিখে নিয়ে পরিত্যক্ত ঘরে ফেলে রাখেন তার ছয় সন্তান। এমন খবর পেয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করার জন্য আমরা গাজীপুর জেলার গাছা মেট্রো থানা মহিলার বাড়িতে যাই।
এ সময় দেখি সাহারা খাতুন (৯৫) গাছা থানা এলাকার মৃতকফিল উদ্দিন  স্ত্রী। তার তিন ছেলে জসু, শামসুল হক ও বাহাদুর  তাদের গর্বধারনী মাকে পরিত্যক্ত ঘরে ফেলে রেখেছে  ।
গাছা থানায় যোগাযোগ করলে  ওসি ইসমাইল হোসেন  জানান, আমাদের নিকট  এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি আসলে আমরা দ্রত ব্যবস্থা নিবো।
গাজীপুর মহানগর গাছা থানার সাহারা খাতুন (৯৫) নামে ওই নারীকে আহাজারি করতে দেখে স্থানীয়রা আমাদের (সাংবাদিক)  ফোন দেয়। পরে স্থানীয় সাংবাদিক  তাকে উদ্ধার করার জন্য গাছা মহিলার বাড়িতে গেলে  ভুক্তভোগীর ছেলেরা সাংবাদিকদের সাথে খারাপ আচরন করে।
স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করলে কাউন্সিলর মহিলার ছেলেদের ডেকে এনে তাদের মা”কে ঘরে নেওয়ার জন্য বলেন কিন্তু নিউজ লেখার আগ পর্যন্ত তাদের মাকে ঘরে উঠাননি।
 স্থানীয় এলাকাবাসী  বলেন আমরা শুনেছি তার ছেলেরা কৗশলে তাদের মায়ের নামের সব জমিজমা নিজেদের নামে লিখিয়ে নেন। মেঝো ছেলের সাত তলা বাড়ি, মেয়েকে বানিয়েছেন ডাক্তার এরপরেও তাদের মায়ের থাকার জন্য নেই কোন ঘর পরে থাকে পরিত্যক্ত ঘরে ছেলেরা মায়ের ভরণ-পোষণে অবহেলা, গালমন্দ ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এলাকাবাসী সহ পরিবারের কয়েকজন বিচারের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..