গাজীপুরে গাঁজাসহ গ্রেপ্তার ২
মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে গাঁজাসহ দুজন গ্রেপ্তার হয়েছে।
বাসন থানাধীন রিয়াজ ফিলিং স্টেশন-সংলগ্ন ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার বায়ের এলাকার বাবুল মিয়া (৫৫) ও ময়মনসিংহের পাগলা থানার বারিগাঁও এলাকার মো. সুজন (২০)।
দুজনের কাছ থেকে সাড়ে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।