গাইবান্ধা-৫ আসনে আসন্ন উপনির্বাচন
নারীদের পাশে থাকার অঙ্গীকার
ডা.মারিয়াম জামান শেখার
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা-৫ আসনে আসন্ন ১২ অক্টোবর উপ-নির্বাাচনে রিপন এমপি নির্বাচিত হলে তার পক্ষে (রিপনের)সাঘাটা-ফুলছড়ি উপজেলার প্রতিটি গ্রামের নারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন আ.লীগ মনোনীত (নৌকার) প্রার্থী মাহমুদ হাসান এর স্ত্রী ডা.মারিয়াম জামান শেখা। গত মঙ্গলবার গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সাঘাটার বোনারপাড়ার রেলওয়ে কলোনীতে বোনারপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আ.লীগ আয়োজিত নারীদের সাথে উঠান বৈঠকে তিনি এ অঙ্গীকার করেন।
তিনি উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় এমপিদের কাছে শুধু পুরুষ মানুষ গিয়ে তাদের সমস্যার কথা বলতে পারেন। কিন্তু গ্রামের গরীব অসহায় নারীদের দাবি গুলো এমপিদের কাছে পৌঁছায় না । কারণ তারা এমপিদের কাছে যাওয়ার সুযোগ পান না। একারণে গ্রামের অসহায় নারীদের দাবি গুলো অপূরণই থেকে যায়। রিপন এমপি হলে এই বৈষম্য থাকবেনা, রিপন এর পক্ষ থেকে সব সময় গ্রামের মা-বোনদের পাশে থেকে তাদের কথা এবং দাবি গুলো রিপনের কাছে পৌঁছে দিবো। যাতে তারাও এমপি’র সাথে কথা বলতে পারে এবং তাদের দাবি গুলোও পুরন হয়।
তিনি আরো বলেন, মানুষের সেবা করা আমার পছন্দ। তাই নিজে ডাক্তার হয়েছি, সাঘাটা-ফুলছড়ির গ্রামের মায়েরা যেন শহরের মানুষের মতো করে সেবা পায় এজন্য নিজেই দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া সাঘাটা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি ওয়ারেছ আলীর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন,মোসলেম উদ্দিন বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আহসানুল কবির প্রমুখ।