বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

গাইবান্ধা-৫ আসনের স্থগিত হওয়া উপনির্বাচন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ বার পঠিত

গাইবান্ধা-৫ আসনের স্থগিত হওয়া
উপনির্বাচন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধা-৫ আসনের স্থগিত হওয়া উপনির্বাচন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)রাশেদা সুলতানা।

স্থগিত হওয়া গাইবান্ধা -৫ আসনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এ কথা জানান তিনি।

রাশেদা সুলতানা জানান, স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গাইবান্ধা -৫ আসনের উপনির্বাচনে আগের নির্বাচনের দোষী কেউ নতুন নির্বাচনের দায়িত্বে থাকবেন না। ঐসব এলাকা থেকে সম্ভব না হলে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা-উপজেলা, তাও সম্ভব না হলে দেশের যেকোনো স্থান থেকে প্রিসাইডিং অফিসার আনা হবে।

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের মাঝপথে নির্বাচন বন্ধ করে দেয় ইসি। ভোট চলাকালে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে ৫১টি ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম দেখতে পেয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে অনিয়মের ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি ৫১টি ভোটকেন্দ্রের ঘটনা তদন্ত করে গত ২৭ অক্টোবর ইসিকে প্রতিবেদন দেয়। পরে গাইবান্ধা-৫ আসনের বাকি ৯৪টি ভোটকেন্দ্রে অনিয়ম ছিল কি-না, তা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পর্যবেক্ষণ প্রতিবেদন দিতে নির্দেশ দেয় ইসি। ১৪ নভেম্বর সন্ধ্যায় কমিটি ওই প্রতিবেদন জমা দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..