গাইবান্ধা জেলা পুলিশের পথৃক পথৃক অভিযানে ০৭ জন জুয়ারি ও ০২ কেজি ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০৩ জন গ্রেফতার
রিপোর্টারের নাম
-
আপডেট টাইম :
সোমবার, ২৪ জুলাই, ২০২৩
-
৭৯
বার পঠিত
- গাইবান্ধা জেলা পুলিশের পথৃক পথৃক অভিযানে ০৭ জন জুয়ারি ও ০২ কেজি ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০৩ জন গ্রেফতার
মোঃ আনছারুজ্জামান,রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ডিবি গাইবান্ধা এর নেতৃত্বে জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে ২৩ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখ সময় রাত্রি ০২.০৫ ঘটিকায় গাইবান্ধা জেলার সদর থানাধীন ০৪ নং সাহাপাড়া ইউপির ০৯ নং ওয়ার্ডের পীরগাছা গ্রামস্থ মোঃ সাজ্জাদ হোসেন(৪৫),পিতা- মৃত সজল হক সরকার এর ১ তলা বাড়ির পূর্ব দূয়ারী কক্ষের ভিতর টাকা দিয়ে জুয়া (তাস) খেলারত অবস্থায় ০৭ জন জুয়ারিকে গ্রেফতার করা হয়।
পলাশবাড়ী থানা পুলিশ কর্তৃক মাদক দ্রব্যল উদ্ধার অভিযান করা কালে ২৩/০৭/২০২৩ খ্রি: ১৪.০৫ ঘটিকায় রংপুর হইতে ঢাকাগামী জিম স্পেশাল এন্টারপ্রাইজ যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো ব-১৫-৮২১৪ যাত্রী বাহী বাসটি চেকিং করা কালে উক্ত গাড়ীর যাত্রী আসামি ০১। মো : রাসেল মন্ডল @বাদশা মন্ডল (৩৩), পিতা- মৃত-বাচ্চু মন্ডল, সাং -বহরমপুর, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ী, ০২। মো: কামেজ উদ্দিন প্রামাণিক (৩৮), পিতা- মো: কেদাই প্রামাণিক, সাং-আলিপুর (শান্তি নগর), থানা ও জেলা -রাজবাড়ীদ্বয়ের হেফাজতে থাকা ০১ (এক) কেজি ৫০০ ( পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার সহ দুইজন কে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার করাকালে ২৩/০৭/২০২৩ তারিখ ১৪.৩০ ঘটিকার সময় রংপুর টু পাবনাগামী শুভ বসুন্ধরা পরিবহনের যাত্রীবাহী বাস, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১১-০০২১ রংপুর হইতে পাবনা যাওয়ার পথে ঘটনাস্থলে বাসটিকে সিগনাল দিয়া থামান। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে এস.আই (নিঃ)/প্রলয় কুমার বর্মা সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বাসের ভিতর চেকিং করাকালে বাসের বাম পার্শ্বে H-1 সীটে বসা যাত্রী মোঃ মোবারক আলী এর দেহ তল্লাশী করাকালে তাহার শার্টের নিটে পেটের মধ্যে সাদা স্কচটেপ দ্বারা লাল পলিথিন ও সুতলী দ্বারা বিশেষ কায়দায় বাঁধা ০১ কেজি ২৫ গ্রাম গাঁজা উদ্ধার ১ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জেলা পুলিশ গাইবান্ধা মাদক/জুয়ার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছে।
Like this:
Like Loading...
Related
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..