গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানান গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী,সাবেক সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু,যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,সহ নেতৃবৃন্দ।
১৭ই অক্টোম্বর গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনের ফলাফলঃ-
আওয়ামীলীগ মনোনীত আবু বক্কর সিদ্দিক প্রতীক তালগাছ মোট ভোট= ৫৮৩
জাতীয় পার্টির মনোনীত আতাউর রহমান আতা প্রতীক ঘোড়া মোট ভোট =৫২৩
গাইবান্ধা সদর = তালগাছ ৯৬, ঘোড়া ৮৬
ফুলছড়ি = তালগাছ ৫৪, ঘোড়া ৩৮
সাঘাটা = তালগাছ ৫৬, ঘোড়া ৭৪
সাদুল্লাপুর = তালগাছ ৮৮, ঘোড়া ৫৫
পলাশবাড়ী = তালগাছ ৬৫, ঘোড়া৫২
সুন্দরগঞ্জ = তালগাছ ৮৩, ঘোড়া ১২৬
গোবিন্দগঞ্জ = তালগাছ ১৪১, ঘোড়া ৯২