গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী ৩৩ জন
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ২০২২ ইং এর মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র,কাউন্সিলর,নারী কাউন্সিলর,ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ ভোটার এ নির্বাচনে। ইতিমধ্যে গত ২৬ সেপ্টেম্বর প্রতিদ্বন্দ্বিতার প্রার্থীদের বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথীদের জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এসব প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এ নির্বাচনে জেলা পরিষদের ২ নম্বর সাদুল্যাপুর ওয়ার্ডের সদস্য প্রার্থী অধ্যক্ষ এস এম আব্দুর রহমান একজন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বিষয়টি তদারকি করেন।
চেয়ারম্যান পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত আবু বকর সিদ্দিক (তালগাছ), সাবেক চেযারম্যান মো. আতাউর রহমান (ঘোড়া) ও মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার)।
সংরক্ষিত নারী সদস্য পদে কল্পনা রাণী (ফুটবল), মোছা তৌহিদা বেগম (দোয়াত কলম),মোছা মাজেদা বেগম (টেবিল ঘড়ি),আরিফা আকতার (মাইক),মোছা রোজীনা নাহিদ ফারজানা (দোয়াত কলম),উম্মে জাহান (টেবিল ঘড়ি),মোছা আফরুজা খাতুন (মাইক) ও মোছা. রুনা আরজু মোনোয়ারা বেগম (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতায় প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সাধারণ সদস্য পদে প্রতীক পাওয়া প্রার্থীরা হলো মো. আব্দুর রশীদ (হাতি),মো. আলতাফ হোসেন (তালা), মো. এমদাদুল হক (বৈদ্যুতিক পাখা), মো. জামিউল আনছারী (টিউবওয়েল),এস এম আনোয়ারুল কবির (টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম (তালা), মো. সাইফুর রহমান মণ্ডল (অটোরিকশা),জাহাঙ্গীর আলম ভোট বাবু (তালা), তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল), মো. মনিরুজ্জামান ফুল মিয়া (হাতি), মো. আবু সুফিয়ান মণ্ডল (তালা), মো. আব্দুল মতিন মোল্লা (বৈদ্যুতিক পাখা),আব্দুল হান্নান আজাদ (টিউবওয়েল), মো. জাহাঙ্গীর আলম (হাতি), এটিএম সাখাওয়াৎ হোসেন রুবেল (বৈদ্যুতিক পাখা), আব্দুল কুদ্দুস আকন্দ (তালা),আশরাফুল ইসলাম (টিউবওয়েল), মো. শাখাওয়াত হোসেন (হাতি), মো. শামসুজ জোহা (অটোরিকশা), আমজাদ হোসেন মিজান (তালা), মো. টুকু মিয়া (টিউবওয়েল),শুকুর আলী ফিরোজ (হাতি)।
প্রতীক পাওয়ার পর হতে নির্বাচনের মাঠ জমে উঠেছে জনতা প্রতিনিধিদের ভোট হওয়ায় একটু ভিআইপি প্রচার প্রচারণা চলমান রয়েছে জেলা জুড়ে।
জেলার ওয়ার্ড,ইউনিয়ন, পৌরসভা,উপজেলা পরিষদের জনপ্রতিনিধিগণের মাঝে উৎসবের আমেজ চলমান। হাতে গণা ভোট হওয়ায় ভোটারগণ কতজনের সেবা নিয়ে আরো সেবার আশায় বসে আছেন। উৎসব মুখর ভাবে পরিবেশে জনপ্রতিনিধিদের ভোটে আগামী দিনের জেলা পরিষদ গঠন হবে। অবহেলিত জনপদের উন্নয়ন হবে। যারা শুধু খেয়ে দেয়ে মোটা তাজা হয়েছে তাদের বয়কট করে এবং সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করে জেলার উন্নয়ন বাস্তবায়ন হবে বলে মনে করেন সাধারণ জনতা।