গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ইং স্থানীয় কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সাধারণ সদস্য পদে ২২ জন প্রতিদন্দিতায় করছেন।
এছাড়া ২নং ওয়ার্ডে একজন সাধারণ সদস্য বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।প্রতীক বরাদ্দকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. অলিউর রহমান বিষয়টি তদারকি করেন।
যাদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে- চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), মো. আতাউর রহমান (ঘোড়া) ও মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার), সংরক্ষিত মহিলা সদস্য কল্পনা রাণী (ফুটবল), মোছা. তৌহিদা বেগম (দোয়াত কলম), মোছা. মাজেদা বেগম (টেবিল ঘড়ি), আরিফা আকতার (মাইক), মোছা. রোজীনা নাহিদ ফারজানা (দোয়াত কলম)উম্মে জাহান (টেবিল ঘড়ি) মোছা. আফরুজা খাতুন (মাইক) ও মোছা. রুনা আরজু মোনোয়ারা বেগম (হরিণ) এবং সাধারণ সদস্য মো. আব্দুর রশীদ (হাতি), মো. আলতাফ হোসেন (তালা), মো. এমদাদুল হক (বৈদ্যুতিক পাখা), মো. জামিউল আনছারী ( টিউবওয়েল), এসএম আনোয়ারুল কবির ( টিউবওয়েল), মো. শহিদুল ইসলাম ( তালা), মো. সাইফুর রহমান মন্ডল ( অটোরিক্সা), জাহাঙ্গীর আলম (তালা), তহিদুল আমিন মন্ডল সুমন (টিউবওয়েল), মো. মনিরুজ্জামান (হাতি), মো. আবু সুফিয়ান মন্ডল (তালা), মো. আব্দুল মতিন মোল্লা (বৈদ্যুতিক পাখা), আব্দুল হান্নান আজাদ ( টিউবওয়েল), মো. জাহাঙ্গীর আলম (হাতি), এটিএম সাখাওয়াৎ হোসেন রুবেল (বৈদ্যুতিক পাখা), আব্দুল কুদ্দুস আকন্দ (তালা), আশরাফুল ইসলাম (টিউবওয়েল), মো. শাখাওয়াত হোসেন (হাতি), মো. শামসুজ জোহা (অটোরিক্সা), আমজাদ হোসেন মিজান (তালা), মো. টুকু মিয়া (টিউবওয়েল), শুকুর আলী ফিরোজ (হাতি)।
উল্লেখ্য, নির্বাচনে সাত উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার ১ হাজার ১৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ভোটে একজন চেয়ারম্যান, ৭ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। আগামী ১৭ অক্টোবর ৭টি কেন্দ্রে ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।