শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

গাইবান্ধা জেলার পুলিশ সাইন্স এ মাষ্টার পেরেট অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১৪৬ বার পঠিত

গাইবান্ধা জেলার পুলিশ সাইন্স এ মাষ্টার পেরট অনুষ্ঠিত।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
অদ্য ১০/০৮/২০২২ ইং তারিখে গাইবান্ধা জেলার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অত্র জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম মহোদয় উপস্থিত থেকে অভিবাদন গ্রহন করেন। প্যারেডে অংশগ্রহনকারী প্রত্যেকে সুনিপুন কুচকাওয়াজ প্রদর্শন করায় পুলিশ সুপার মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা পুলিশ লাইন্সে গাইবান্ধা জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি আজকের কল্যাণ সভায় জুলাই/২০২২ খ্রি. সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ০৭ (সাত) জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া গত মাসে ১৭ (সতের) জন পুলিশ সদস্য অবসর গ্রহণ করায় জেলা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা , ক্রেস্ট ও সামান্য উপহার সামগ্রী প্রদান করা হয়। মাসিক কল্যাণ সভা শেষে জেলা পুলিশ অফিস কনফারেন্স রুমে জুলাই মাসে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ নিয়ে একটি অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় মাননীয় পুলিশ সুপার মহোদয় অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..