গাইবান্ধা অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার, গোবিন্দগঞ্জের শাকিল গ্রেফতার
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় গোবিন্দগঞ্জের শাকিল মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। কিশোরী অপহরণে জড়িত শাকিল মিয়া (২২) গোবিন্দগঞ্জ থানার রাজস এলাকার মজিদুল মিয়ার ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ‘ভিকটিম তার মা-বাবার সঙ্গে গাইবান্ধার বাসায় বসবাস করতো। আসামি শাকিল মিয়া বিভিন্ন সময়ে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। আপত্তিকর কথাবার্তা বলার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিত। ভিকটিমের বাবা তার মেয়েকে বিরক্ত না করার জন্য শাকিলের বাবাকে অবহিত করে। এতে শাকিল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার পরিকল্পনা করে।
গত (২৮ মে) বিকালে ভিকটিম কোচিং শেষে বাড়ি ফেরার পথে দু-তিন জন সহযোগী নিয়ে শাকিল সিএনজি অটোরিক্সায় করে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সোমবার রাতে ভিকটিমকে উদ্ধার করা হয়।