গাইবান্ধায় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩ বিভাগীয় পর্যায়ে শুভ উদ্বোধন
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
সুপ্রাচীনকাল থেকেই খেলাধুলা মানবজীবনে বিনোদনের একটি মাধ্যম হিসেবে স্বীকৃত। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায়ও এর প্রয়োজণীয়তা অপরিসীম। দেশব্যাপী শুরু হয়েছে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের বাংলাদেশের যুবরা খেলাধুলায় দেশ বিদেশে সাফল্য অর্জন করেছে। তাই খেলাধুলায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ’র তত্বাবধানে ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত:জেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্ ২০২৩ (অনুর্দ্ধ-১৭) রংপুর বিভাগীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় শাহ্ আব্দুল হামিদ স্টেডিয়ামে এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেন সিদ্দিকী সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনা, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সংস্থার সদস্য অমিতাভ দাশ হিমুন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, মাসুদুল হক মাসুদ, রেজাউন্নবী রাজু, বেনজির আহমেদ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আমজাদ হোসেন মজনু প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নৃত্যপরিবেশন করে প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে ৫টি জেলার ১৬০ জন তরুণ-তরুণী অংশ নেয়।