গাইবান্ধায় মঙ্গল শোভাযাত্রা সফল ভাবে অনুষ্ঠিত।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
জেলা প্রশাসন, গাইবান্ধা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ,গাইবান্ধার সহযোগিতায় এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, গাইবান্ধা-এর আয়োজনে শ্রী শ্রী কালীবাড়ী মাতৃ অঙ্গণ মন্দির-এ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব-২০২২ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ—এই বিশ্বাস পোষণ করে সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন। দিনটি শুরু হয় এক বিশাল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে। পরবর্তীতে, অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাইবান্ধা-এর সভাপতিত্বে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার, গাইবান্ধা, জনাব সুশান্ত কুমার মাহাতো,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)এবং জনাব রনজিৎ বকসী সূর্য, সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, গাইবান্ধা। এছাড়া ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ,ভক্তবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।