গাইবান্ধায় প্রতিপক্ষের মারধরে ছাত্রলীগ নেতা নিহত
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধায় প্রতিপক্ষের মারধরে মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।বুধবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যায় জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শহরের পশ্চিমপাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় শরিফ নামে এক দোকানির কাছে আম কিনতে যান। আম কেনার সময় শরীফের সঙ্গে বাকবিতণ্ডা হয় লিখনের। বাড়িতে আম রেখে আসার পর শরীফের সঙ্গে লিখনের হাতাহাতিও হয়। তখন স্থানীয়রা বিষয়টির সমঝোতা করে দেন।
সন্ধ্যায় লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার করা হবে। নিহত লিখনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..