শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় পলমল সুপারশপ ও পুলিশ ক্যাফে‘র শুভ উদ্বোধন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১১ বার পঠিত

গাইবান্ধায় পলমল সুপারশপ ও পুলিশ ক্যাফে‘র শুভ উদ্বোধন।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।

গাইবান্ধায় পলমল সুপারশপ ও পুলিশ ক্যাফে‘র উদ্বোধন করেন ডিআইজি আবদুল আলীম মাহমুদ
গাইবান্ধা প্রতিনিধি
মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গাইবান্ধায় পলমল সুপার শপ ও পুলিশ ক্যাফে’র উদ্বোধন করলেন ডিআইজি আব্দুল আলিমমানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গাইবান্ধায় পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা হয়েছে।

গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে সদর থানা সংলগ্ন পলমল সুপার শপ এর ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনে রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম উপরোক্ত কথা বলেন।উদ্বোধনের পর ডিআইজি প্রতিষ্ঠান দুটি ঘুরে ঘুরে দেখেন তিনি এসময় জানান, পলমল শপে দেশের সকল নির্ভেজাল ও গুণগতমানসম্পন্ন পণ্যসামগ্রী সুলভমূল্যে বিক্রয় করা হবে। কোনো পণ্যের দাম বেশি নেয়া হবে না। বাইরের বাজারগুলোর চেয়ে কম রেটে এসকল পণ্যসামগ্রী বিক্রয় করা হবে। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়া যাবে পুলিশ ক্যাফে।তিনি আরও বলেন- এটি একটি পুলিশের কর্পোরেট সোসাইটি। এটির মাধ্যমে সরকারিভাবে পরিচালিত হবে। এখানে ভালমানের অরিজিনাল পণ্য থাকবে। আশা করছি এটি একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান হবে। এটার পন্য বিক্রির যে অর্জিত লাভ হবে তা পুলিশের শেয়ারহোল্ডাররা অংশিদার হবেন।এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ডিআইজি আব্দুল আলিম সহধর্মিণী জেসমিন মাহমুদ ও তার সন্তান।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- বাংলাদেশ জেলা পুলিশের কর্পোরেট সোসাইটি নামে সমিতির নিবন্ধন নেয়া রয়েছে। এই সোসাইটির নিবন্ধনে যেন পুলিশরা সদস্য হতে পারে। সে জন্য সমিতির ব্যানারে এই পলমল সুপার শপ প্রতিষ্ঠা করা। এখানে সকল সদস্যদের একটা কম্পিটিশন থাকবে। এটা পুলিশ সদস্যদের স্বাবলম্বী হবার একটা মাধ্যম। এখানে গুনগতমান ও ভাল পণ্য থাকবে।পরে ডিআইজি শহরের পুলিশ ব্যারাকের উপর তলার উপর নির্মিত পুলিশ ক্যাফের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদার রহমান, টিআইও নুরআলম, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, সদর থানার অপারেশন অফিসার জাহাঙ্গীর আলম, সাদুল্যাপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার , পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওসার আলী, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান সহ র‍্যাব, পুলিশ সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..