শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯২ বার পঠিত

গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মোঃ আনছারুজ্জামান স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় আড়ম্ভরপূর্ণ ভাবে ‘‘হাতের পরিচ্ছন্নতায়, এসো সবে এক হই’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে ১৬ অক্টোবর রবিবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে হাত ধোয়া প্রদর্শনী ও অনুশীলন,সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো।

 

এছাড়া নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, প্রেসক্লাব গাইবান্ধা এর সভাপতি কে.এম রেজাউল হক, সংঙ্গ- আরডিআরএস এর প্রতিনিধি মোঃ আশরাফুল আলম, এসকেএস এর প্রতিনিধি মোঃ রেজাউল হক মন্ডল, ফ্রেন্ডশীপ এর প্রতিনিধি আব্দুস ছালাম, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি অমল কুমার প্রামাণিক, জিইউকে এর প্রতিনিধি আবু সাইদ মোঃ আব্দুর নুর, ইএসডিও এর প্রতিনিধি মাহামুদুল হাসান, ছিন্নমূল মহিলা সমিতি এর প্রতিনিধি মাছুদুননবী প্রামাণিক, ব্রাক এর প্রতিনিধি মোঃ মোশারফ হোসেন, বিজ এর প্রতিনিধি মোজহার হোসেন, আশা এর প্রতিনিধি মোঃ কামরুজ্জামান, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর প্রতিনিধি উত্তম দাস, রোভার স্কাউটস এর প্রতিনিধি তামজিদুর রহমান তুহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং অত্র দপ্তরের কর্মচারীগন।

 

আলোচনা সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার মৌমিতা গুহ ইভার। আলোচনা সভায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস এর গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে জনসাধারণের মাঝে টি-শার্ট, ক্যাপ, মাস্ক ও লিফলেট বিতরণের হয় ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..