গাইবান্ধার একঝাঁক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
গাইবান্ধার একঝাঁক মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত চলচ্চিত্র ‘সাঁতাও’
চলচ্চিত্রটির প্রযোজক শরিফ উল আনোয়ার সজ্জন, পরিচালক খন্দকার সুমন, নির্বাহী প্রযোজক মানিক বাহার তিন জনই গাইবান্ধার সন্তান।
অভিনয় শিল্পীদের মধ্যে ফারুক শিয়ার চিনু, জুলফিকার চঞ্চল, আলমগীর কবীর বাদল, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং সঙ্গীত শিল্পী লায়লা তাজনূর সাউদী, লিমা হক এর বাড়ীও গাইবান্ধায়।
চলচ্চিত্রটির বেশ কিছু অংশের দৃশ্যধারণও হয়েছে গাইবান্ধায়।
আগামি ২৭ জানুয়ারি, ২০২৩ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাবে ‘সাঁতাও’। সকলকে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার অগ্রিম আমন্ত্রণ রইল।