গাইবান্ধায় বিআরটিএ’র উদ্দ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন
মোঃ আনছারুজ্জামান, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লান ডিজিটাল বাংলাদেশ তৈরির লক্ষ্যে ” স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে ও জনগনের ভোগান্তি রোধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটি-এ) গাইবান্ধার উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রম চালুর শুভ উদ্বোধন হয়েছে। ড্রাইভিং লাইসেন্স করতে আসা লোকদের ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্য’র হাত যেমন রক্ষা পাবে। তেমনি অফিসে না এসে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে।
এরই প্রেক্ষিতে গাইবান্ধা জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন ও বিআরটিএ গাইবান্ধা সার্কেল এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
সভাপতিত্ব করেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী।এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
“বিআরটিএ গাইবান্ধা সার্কেল এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম” বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিআরটিএর উদ্যোগে গাইবান্ধায় একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রম চালুর উদ্বোধন হলো। এতে করে সুবিধা হবে যে- লোকজন যেদিন পরীক্ষা দিতে আসবে সেদিনই বায়োমেট্রিক ( ফিঙ্গারপ্রিন্ট) হয়ে যাবে। এরপর দিনে রেজাল্ট সম্পন্ন হবে। এতে করে প্রার্থী তার বিএসপির এ্যাকসেস পাবে। ফি জমা দিয়ে আবেদন করলে প্রক্রিয়া সম্পন্ন হবার ৩০ দিনের মধ্যে গ্রাহকের ঠিকানায় ড্রাইভিং লাইসেন্স পৌঁছে যাবে। একই সাথে ডিএস চেকার এ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেফারেন্স জন্ম তারিখ দিয়ে দেখতে পারবে তার আবেদন প্রক্রিয়া কি অবস্থায় আছে। এতে করে গ্রাহকের যেমন ভোগান্তি কমবে, তেমনি দালালদের দৌরাত্ম্যর কবল থেকে মুক্তি পাবে। আগে ড্রাইভিং লাইসেন্স করতে ৬থেকে ৭বার আসতে হত। এখন ঘরে বসেই লার্ণার করতে পারবে। লার্ণার করে ড্রাইভিং লাইসেন্স পাইতে অফিসে একদিন আসলেই সে তার ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। এতে করে গ্রাহক হয়রানি অনেকটা কমে যাবে।