সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

গলাচিপার গোলখালী ও আমখোলা ইউনিয়নে মসজিদ-মন্দির পরিদর্শনে গণ অধিকার পরিষদ, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

গলাচিপার গোলখালী ও আমখোলা ইউনিয়নে মসজিদ-মন্দির পরিদর্শনে গণ অধিকার পরিষদ, প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার পটুয়াখালী,

২৮ জুলাই ২০২৫: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নের একাধিক মসজিদ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা করে অনুদান প্রদানের ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক ডাকসু ভিপি মোহাম্মদ নুরুল হক নুর।

দিনব্যাপী পরিদর্শনকালে ধর্মীয় সম্প্রীতি, সংস্কার ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নুরুল হক নুর।

এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের নেতা তাওহিদ, ইমরান ও সংগঠনের সাধারণ সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রুবেল হোসেন, আমখোলা ইউনিয়ন গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো. এনদাত মিয়া এবং আমখোলা ও গোলখালী ইউনিয়নের ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

নেতারা জানান, “এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং এটি সমাজে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার একটি প্রচেষ্টা। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করুক।”

স্থানীয় বাসিন্দারা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সহানুভূতিশীল ও মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং গণ অধিকার পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..