শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন

গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২০০ বার পঠিত

 

গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
সালাউদ্দিন সুমন, রংপুর প্রতিনিধি।
রংপুরে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) রংপুর নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শহীদ পরিবারের রুহের মাগফেরাত কামনায় করা হয় মোনাজাত। বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের শ্রদ্ধা জানাতে দিনের শুরু থেকে মানুষের ঢল নামে।

সকালে বিভাগীয় ও জেলা প্রশাসন,সিটি কর্পোরেশন,মেট্রোপলিটন পুলিশ,জেলা পুলিশ,জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,তাতীলীগ, মহিলা আওয়ামীলীগ,যুব মহিলালীগ সহ আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ফুল হাতে শ্রদ্ধা জানান।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।

এ দিনে জেলা ও সিটি কর্পোরেশনের মসজিদগুলোতে দোয়া ও মিলাদ মাহফিল ,মন্দির, প্যাগোডা, গীর্জাসহ উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..