সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন

গঠনতন্ত্র পরিপন্থী এক পত্রাদেশ জারী ইউএনও রুমন দে’র স্বজন প্রীতি ও ক্ষমতার অপব্যবহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১১৮ বার পঠিত

গঠনতন্ত্র পরিপন্থী এক পত্রাদেশ জারী ইউএনও রুমন দে’র স্বজন প্রীতি ও ক্ষমতার অপব্যবহার

নিজস্ব প্রতিনিধি কাপ্তাইঃ
গঠনতন্ত্র পরিপন্থী এক পত্রাদেশ জারী করায় গণমাধ্যম কর্মীরা হতাশ হন। এতে করে কাপ্তাই মফস্বল গণমাধ্যমকর্মীদের বৃহৎ একটি অংশ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেন। কাপ্তাইয়ের সচেতন গণমাধ্যম কর্মীরা মনে করুন ইউএনও রুমন দে’র স্বজন প্রীতি ও ক্ষমতার অপব্যবহার কারণে এলাকার সরকারি সকল উন্নয়ন কর্মকান্ড ও সমাজের নানা অসংগতি এবং সামাজিক কর্মকান্ডগুলো সংবাদে তুলে ধরার ক্ষেত্রে একটি বাধা হয়ে দাঁড়িয়েছে।
অথচ কাপ্তাইয়ের কর্মরত গণমাধ্যম কর্মীরা চায় সংবাদকর্মীরা এক হয়ে দেশের স্বার্থে এলাকার স্বার্থে দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে একই পতাকা তলে এসে কাজ করতে অথচ গেল দুই মাস যাবত সংবাদকর্মীদের প্রেসক্লাব নিয়ে কাপ্তাই ইউএনও রুমন দে এর পক্ষপাতিত্ব অফিস আদেশ প্রত্যাহারের জোর দাবি করে আসছিলেন কাপ্তাইয়ে কর্মরত গণমাধ্যম কর্মীগণ।
এক পর্যায়ে ইউএনও রুমন দে বলেন ওনার অফিস সুপার আলা উদ্দিনের কারণে ভুল হয়েছে বলে স্বীকার করে বলেন প্রেরিত পত্রাদেশটি সংশোধন করে দিবেন বলে আশ্বস্ত করেন গণমাধ্যম কর্মীদের । এ ব্যাপারে রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান মহোদয় ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক অবগত আছেন অথচ ইউএনও আজ করছি কাল,কাল করছি বলে সময় কালক্ষেপণ করে কোন কার্যবিহিত ব্যবস্থা গ্রহণ করেনি। এক পর্যায়ে ইউএনও রুমন দে গণমাধ্যম কর্মীদের আবারো হতাশ করে ৪ আগষ্ট কাপ্তাই থেকে বদলিরজনিত কারণে চলে যান বর্তমান কর্মস্থল চট্টগ্রামের ওয়াসার উদ্দেশ্যে । ইউএনও রুমন দে কর্তৃক গণমাধ্যম কর্মীদের মাঝে সৃষ্ট দ্বিধা -বিভক্তি সমন্বয় না করে অমীমাংসিত অবস্থায় রেখে যান। এ ব্যাপারে কাপ্তাইয়ে কর্মরত অধিকাংশ গণমাধ্যম কর্মীরা মনঃক্ষুণ্ণ ও হতাশ এবং অপ্রত্যাশিত বলে মনে করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..