সাকিব আহম্মেদ বাপ্পি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জের গজারিয়ায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের ৭ম দিনে আইন না মানায় ৫টি মামলা হয়েছে। ভ্রাম্যমান আদালতে মাস্ক না পরায় জরিমানা আদায় করা হয়েছে ২৫০০টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বরাষ্টমন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব মো: রেজাউল করিম ও গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিয়াউল ইসলাম চৌধুরী, সেনাবাহিনীর লে. কর্ণেল আরিফুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো: রইছ উদ্দিন, ইমামপুর ইউনিয়ন চেয়ারম্যান মনসুর রহমান জিন্নাহ উপস্থিত ছিলেন।
এসময় ভ্রাম্যমান আদালতের সাথে সেনাবাহিনী, আনসার ও পুলিশের টিম ছিল।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান, চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। আজকে ৫টি মামলা দেয়া হয়েছে। মাস্ক পরিধান না করায় ২৫০০ টাকা জারিমানা আদায় করা হয়েছে।
এছাড়াও সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন উপজেলার বিভিন্ন স্থানে টহল চালিয়ে যাচ্ছে। তিনি করোনা ভাইরাস থেকে দুরে থাকার জন্য জনগনকে সরকারের নির্দেশনা মেনে চলার আহবান জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..