বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন

গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলী খন্দকার দাফন করা হয়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫ বার পঠিত

গজারিয়া রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলী খন্দকার দাফন করা হয়েছে
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বড়ইকান্দি ভাটেরচর নিবাসী মরহুম আব্দুল গফুরের বড় ছেলে এবং মিন্টু খন্দকারে শ্বশুর, সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা হযরত আলী খন্দকার (৭৩)আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

আজ মঙ্গলবার দুপুর ১২. ৩০ মিনিটে দিকে তিনি ইন্তেকাল করেন। আজ বাদ আসর বড়ইকান্দি ভাটেরচর টাওয়ার সংলগ্ন মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ দাফন করা হয়েছে জানাজার আগে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। তারপর বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ কণ্যা ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তার পরিবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..