গজারিয়া অপারেশন ডেভিল হান্ট: আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অপারেশন ‘ডেভিল হান্টের’ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে ওই দিন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হোসেন্দী ইউনিয়নের নাজিরচর গ্রামের মৃত আবিদ।আলী’র ছেলে এবং হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।
অপরজন একই উপজেলার ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের আঃ জব্বার মিয়ার ছেলে এবং ইমামপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্কি (২৫)।
এ প্রসঙ্গে গজারিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন,আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশের ন্যায় গজারিয়া থানা আইনশৃঙ্খলা বাহিনী সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই নেতাকে আটক করা হয়েছে।যাচাই বাছাইয়ের শেষ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।