গঙ্গাচড়া ইউএনও’র বিদায় সংবর্ধনা
প্রকাশিতঃ ১লা ফেব্রুয়ারী ২০২২
মোঃমমিনুর ইসলাম বুলেট গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানটি হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগমের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কমিশনার ও ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, একাডেমিক সুপারভাইজার আমজাদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, বাংলাদেশ স্কাউটস এর অডিটর ও ঠাকুরাদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার কাব লিডার ও কলাগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন।