গঙ্গাচড়ায় ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও বাইসাইকেল বিতরণ
ইসলাম বুলেট , গঙ্গাচড়া প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় পরিচালিত ক্লাব সমূহে ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র ও বাইসাইকেল বিতরন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (০৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রাবিয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আখতার উপস্থিত ছিলেন। উপজেলার নয় টি ইউনিয়নের নয়টি ক্লাবে দাবা, লুডু, হারমনিয়াম, তবলা, কেরামবোর্ড ও বাইসাইকেল বিতরণ করা হয় বলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়।