গঙ্গাচড়ার মর্ণেয়ায় ৩য় দফায় মুজিববর্ষের ঘর নির্মাণ কাজের উদ্বোধন
প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারী ২০২২
মমিনুল ইসলাম বুলেট ঃ গঙ্গাচড়া,রংপুর ঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া হাট সংলগ্ন গ্রামে ৩য় দফায় মুজিববর্ষের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক জানান, মর্ণেয়া ইউনিয়নে ৩০টি ঘর নির্মাণ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাথা গুঁজার ঠাই নাই, নিজের কোন ঠিকানা নেই, ভূমিহীন, ছিন্নমূল পরিবার ঘর গুলো পাবেন।
উদ্বোধন কালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, সমবায় অফিসার আফতাবুজ্জামান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম উপস্থিত ছিলেন।