সালাউদ্দিন সুমন রংপুর প্রতিনিধী। গংগাচড়ায় পুকুরে মিললো২ সন্তানের জননীর লাশ।রংপুরের গংগাচড়ায় একটি পুকুর থেকে আজ উম্মেহানি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন পুলিশতদন্তের উদ্যােগ নিয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃআরিফ হোসেন শনিবার রাতে খাবারের পর বড়বিল ইউনিয়নের মাল্লি পাড়া গ্রামের জিয়ারুল ইসলাম (৪৫)ও তার স্ত্রী উম্মেহানি( ৪২) ঘুমিয়ে পারেন পড়ে রাত সারে তিনটার দিগে উম্মেহানি লাশ তার স্বামী জিয়ারুল বাড়ির পাশে পুকুর থেকে তোলে বাড়ির উঠানে নিয়ে এসে রাখেন।এ বিষয়ে একটি গংগাচড়া মডেল থানায় ইউডি মামলা করা হয়েছে, এবং তার স্বামী জিয়ারুল ইসলামে পুলিশ আটক করেছে।