শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহিদুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল ‌।             

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৮ বার পঠিত

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহিদুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল ‌।

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের জনি শেখ সাহিদুর রহমান ছিলেন সকল শ্রেণী পেশার গণমানুষের নেতা। তিনি সারা জীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর আদর্শকে বুকে ধারন করে তাঁর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দিপংকর সাহা দিপু প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে একথা বলেন।

দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির অন্যতম সদস্য, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সাহিদুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির অন্যতম সদস্য দেলোয়ার হোসেন দিলু, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক মুনিবুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া তোবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..