মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

খুলনা হতে ২০৪ লিটার দেশী মদসহ ০২ জন মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১২৬ বার পঠিত
খুলনা হতে ২০৪ লিটার দেশী মদসহ ০২ জন মদ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, প্রতারক ও বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার আসামী, গ্রেফতারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ইং ২৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক রাত ১৬.৩৫ ঘটিকায় র‌্যাব-৬ সদর কোম্পানীর একটি চৌকশ আভিযানিক দল কেএমপি খুলনার জেলার সদর থানা এলাকায় ডিউটি চলাকালীন  গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনার সদর থানাধীন বার্মাশীল লেনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে  আসামী উদ্ধারের লক্ষ্যে কেএমপি খুলনার সদর থানাধীন ০১ নং স্টেশন রোড মেসার্স ইভা এন্টার প্রাইজ, প্রোপাইটার মোঃ আবুল কালাম আজাদ এর দোকানের বাম পাশে বার্মাশীল কলোনীর মুখে উপস্থিত হলে কতিপয় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া চেষ্ঠাকালে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সম্মুখে আসামী  মোঃ মোর্শেদ হাওলাদার (৩১), পিতা-মোঃ আব্দুল মান্নান হাওলাদার, মাতাঃ মিসেস মমতাজ বেগম, সাং-বড় বয়রা আজিজের মোড়, থানাঃ সোনাডাঙ্গা, জেলাঃ কেএমপি খুলনা,
মোঃ মোনা খাঁ (৪২), পিতাঃ মৃত আব্দুল আজিজ খাঁ, মাতাঃ হাসিনা বেগম, সাং-৫ নং মাছ ঘাট গ্রীনল্যান্ড আবাসিক ডি ব্লক, ওয়ার্ড নং-২১, থানাঃ খুলনা সদর, জেলাঃ কেএমপি খুলনা দ্বয়কে আটক করা হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০৪ লিটার দেশীয় চোলাই মদ, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল যার সাথে ০২ টি সীম কার্ড সংযুক্ত উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তালিকামূলে জব্দ করা হয়।
আসামীদের কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করতঃ তাহাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..