খুলনা হতে সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২২ তারিখ ২২:৩০ ঘটিকার সময় র্যাব-৬ (সদর কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, জিআর ২৩১/১৮ (কয়রা), মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী খুলনা জেলার বটিয়াঘাটা থানার বরোনপাড়া ফেরীঘাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী- ইদ্রিস শিকারী, পিতা মনির উদ্দিন শিকারী, মাতা ফরিদা বেগম, সাং-নলিয়ান, থানা দাকোপ, জেলা খুলনা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।