বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

খুলনা হতে প্রতারক চক্রের সক্রিয় এক সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ১২৬ বার পঠিত
খুলনা হতে প্রতারক চক্রের সক্রিয় এক সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-৬
স্টাফ রিপোর্টার
র‌্যাব-৬, তার প্রতিষ্ঠাকাল থেকেই অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র, মানব পাচারকারীদের গ্রেফতার এবং মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে।
 এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি চৌকশ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মৌসুমী পারভীন ময়না (৩২) নামের একজন মহিলা দীর্ঘদিন যাবৎ জাল সনদ, আইডি কার্ড তৈরীসহ বিভিন্ন সরকারী জাল প্রমানপত্র প্রদর্শন পূর্বক তার নিজ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের নিকট হতে প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা আত্নসাৎ করে আসছে। এছাড়াও জাল কাবিননামা প্রদর্শন ও মিথ্যা তথ্য দিয়ে টাকা আত্নসাতের জন্য মিথ্যা মামলা প্রদান সহ প্রতারনার মাধ্যমে একাধিক পুরুষের সাথে এবং একই পুরুষের সাথে একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সংবাদও পাওয়া যায়।
তার এসব কর্মকান্ডের জন্য এলাকার স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিগণ সর্বদা ভয় ও আতঙ্কের মধ্যে অবস্থান করছিলেন এবং নিজের সম্মান বাঁচানোর জন্য তাকে এড়িয়ে চলেছেন। উক্ত অভিযুক্ত একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের হেনস্থা করতেন। এদের মধ্যে ভুয়া উকিল, ভুয়া কাজী, ভুয়া ডাক্তার ও ভুয়া সরকারী কর্মকর্তার যোগসাজস আছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
তিনি একটি ফেসবুক আইডির মাধ্যমে একাধিক পুরুষের সাথে এডাল্ট কনটেন্ট শেয়ারিং সহ বিভিন্ন প্রকার অসামাজিক কর্মকান্ডে লিপ্ত বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
আসামী মৌসুমী পারভীন ময়নাকে (৩২) এর বিরুদ্ধে এ সংক্রান্তে যশোর জেলার অভয়নগর থানায় র‌্যাবের সহযোগীতায় ভুক্তভোগী কর্তৃক একটি মামলা রুজু করা হয় যার মামলা নং-১১, তারিখ-১৯ ডিসেম্বর ২০২১, ধারা- ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড-১৮৬০। র‌্যাব-৬ (সদর কোম্পানী) এর একটি চৌকশ আভিযানিক দল আসামীর গতিবিধি জানতে শুরু থেকেই ছায়াতদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এর প্রেক্ষিতে ১৯ ডিসেম্বর  বেলা  দুইটার  সময় র‌্যাব-৬ (সদর কোম্পানী) এর চৌকশ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার ফুলতলা থানাধীন খানজাহানপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মৌসুমী পারভীন ময়না (৩২), পিতা- মৃত কাজী আকবর হোসেন, সাং- খানজাহানপুর, থানা- ফুলতলা, জেলা-খুলনাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..