খুলনা হতে একজন দুর্ধর্ষ পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-৬
মোঃ মামুন হাচান স্টাফ রিপোর্টার
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত পলাতক অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি র্যাব-৬, খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকায় একজন দুর্ধর্ষ ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোয়ালখালী স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে পলাতক ডাকাত মোঃ আঃ সালাম মোল্লা (৫৭), পিতা-মৃত মান্দার মোল্লা @ মান্নান, সাং-কালাবগী, থানা-দাকোপ, জেলা-খুলনাকে গ্রেফতার করে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে খুলনা জেলার দাকোপ থানায় ২০১৭ সালে একটি ডাকাতি মামলা হয়। সেই থেকে সে পলাতক ছিল। র্যাব-৬ তাকে দীর্ঘদিন যাবত গ্রেফতার করার চেষ্টা করে অবশেষে গোয়েন্দা তথ্যের মাধ্যমে খুলনা জেলার বটিয়াঘাটা থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত পলাতক ডাকাতকে ওয়ারেন্টমূলে খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।