খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিনজন গ্রেফতার
স্টাফ রিপোর্টার
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ পারভেজ (৩৫), পিতা- মোঃ হারুন অর রশিদ, সাং-পশুরবুনিয়া, পোষ্ট-তেলিখালী, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-খালিশপুর হাউজিং বি লাইন, থানা-খালিশপুর; ২) মোঃ নুর ইসলাম (৩৫), পিতা-মৃত: আব্দুল হক, সাং-পশ্চিম বানিয়াখামার বসুপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৩) নুর মোহাম্মদ (২০), পিতা-মোঃ সদর আলী, সাং-সরদার পাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।