খুলনা নগরীতে মূল্যবিহীন ওষুধ ও বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানা
স্টাফ রিপোর্টার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। সোমবার বেলা সাড়ে ১১টায় টিম সহ সোনাডাঙ্গা থানাধীন পুরাতন বউ বাজার এলাকায় খান ফার্মেসীকে প্রচুর পরিমানে মূল্য বিহীন ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার দায়ে ৫ হাজার টাকা, একই এলাকায় স্বপ্না স্টোরকে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির দায়ে ৫ হাজার টাকা ও গল্লামারী বিসমিল্লাহ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়।
এছাড়া টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।