খুলনা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থেকে ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এস আই (নিঃ) সৌরভ কুমার দাস ও ফোর্স সহ ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান কালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে ১৫:৪০ ঘটিকার সময় ডুমুরিয়া থানাধীন মাধবকাটি গ্রামস্থ থুকড়া হইতে ডুমুরিয়া গামী রাস্তার পূর্ব পাশে জনৈক বক্কর এর ঘেরের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ পরশ শেখ (৪২), পিতা- মৃত: শেখ আঃ ওয়াদুদ, মাতা- মেহেরুন্নেছা বেগম, সাং- যুগিহাটি, থানা- রুপসা, জেলা- খুলনা’ কে গ্রফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর হেফাজতে হতে ৫০ (পঞ্চাশ) পিচ হালকা কমলা রংয়ের কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
১৬:০৫ ঘটিকার সময় জব্দতালিকা করতঃ ডুমুরিয়া থানার মামলা নং- ১২, তারিখ- ১৮/১২/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক) দায়ের করে।