খুলনায় র্যাব-৬ এর অভিযানে ০২ জন
পলাতক আসামী গ্রেফতার
মোঃ মামুন স্টাফ রিপোর্টার
র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক চক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, এবং সমাজে হত্যা ও ধর্ষণকারীদের গ্রেফতারসহ এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও ভালবাসা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, (সদর কোম্পানী) খুলনার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানার মামলা নং-০১ তারিখ ০২ ডিসেম্বর ২০২১ ধারা ৩৬৫/৩৮৫ পেনাল কোড এর এজাহারনামীয় ০২ জন আসামী পলাতক আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় আসামীদের অবস্থান সনাক্ত করে ০১/০১/২০২২ তারিখ অভিযান পরিচালনা করে ১৬.০৫ ঘটিকায় মামলার এজাহারনামীয় আসামী মোঃ আমিনুল মোড়ল (২১), পিতাঃ মোঃ আফজাল মোড়ল মোঃ রাজন শেখ (২৭), পিতাঃ মোঃ ইকবাল শেখ, উভয় সাং-চাকুলী, ৪নং ওয়ার্ড, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটদ্বয়’কে খুলনা জেলার রূপসা থানাধীন জাবুসা মোড় এলাকা হতে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে ০১টি মোবাইল, ০১টি সীমকার্ড এবং নগদ-২৪০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামীদ্বয়’কে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়।